Cyclone Yaas Update: ইয়াসের প্রভাবে ওড়িশায় কতটা ক্ষয়ক্ষতি? পর্যালোচনার পর জানাবে সরকার
আজ চার ঘণ্টা যাবত ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) যে তাণ্ডবলীলা চলেছে, তাতে বিপর্যস্ত ওড়িশার (Odisha) একটি বিস্তীর্ণ অংশ। সরকারিভাবে এখনও অবধি দুজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। গাছ পড়ে এবং দেওয়াল চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এর বাইরে ক্ষয়ক্ষতি কী পরিমাণে হয়েছে তা পর্যালোচনার পর জানানো হবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের দাপট আর নেই তবে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে গভীর নিম্নচাপ।
Tags :
Odisha Yaas Cyclone Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas Cyclone Baleshwar Army On Cyclone Yaas Army Preparation On Cyclone Yaas