WB Corona Cases: নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, রাজ্যে একদিনে মৃত্যু ৫৩ জনের
রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। আজ, রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৪। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১২৮ জন। রাজ্যে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ১৬।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণ-মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩৩২। মৃত্যু হয়েছে ৯ জনের। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। আক্রান্তের সংখ্যা ২২৫। মৃত্যু হয়েছে ১ জনের। কলকাতায় একদিনে আক্রান্তে সংখ্যা ১৮৫। মৃত্যু হয়েছে ৭ জনের। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩৪৮ জনের। এরইমধ্যে করোনাকে জয় করে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ৪১ হাজার ৩৪৩ জন। বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ৯৯৭। একদিনে পজিটিভিটি রেট ৪.১২ শতাংশ।
এদিকে বাংলায় করোনা সংক্রান্ত বিধি জারি থাকলেও চললেও, দৈনিক মৃত্যু ও সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হওয়ায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সংক্রমণের হার কমলেও, এখনও বেশ কিছু এলাকার পরিস্থিতি নিয়ে রয়েছে উদ্বেগ।