Delhi Fire: অফিসবাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত দুই দমকলকর্মী-সহ ২৭ জন ।Bangla News
Continues below advertisement
দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতলা অফিসবাড়িতে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হয়েছে দুই দমকলকর্মী-সহ ২৭ জনের। ১২ জন জখম হয়েছেন। দোতলায় রয়েছে সিসিটিভি ক্যামেরা ও রাউটার নির্মাতা সংস্থার অফিস। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেল পৌনে ৫টা নাগাদ ওই অফিসে আগুন লাগার খবর মেলে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। প্রাণ বাঁচাতে অনেকেই জানলা দিয়ে ঝাঁপ দেন। দমকলের ৩০টি ইঞ্জিন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৮ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। জানলা ভেঙে অনেককে উদ্ধার করা হয়।
এই ঘটনায় ইলেকট্রনিক্স সরঞ্জাম নির্মাতা সংস্থার দুই মালিক হরিশ ও বরুণ গোয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির মালিক মণীশ লাকড়া পলাতক। বাড়ি মালিক ছাদের দরজা বন্ধ করে রেখেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক বিল্ডিং হওয়া সত্ত্বেও দমকলের এনওসি ছিল না।
Continues below advertisement
Tags :
Delhi ABP Ananda Delhi Fire ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Fire In Delhi Delhi Fire News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Delhi Mundka Fire Mundka Fire Mundka Fire News Mundka Delhi Delhi Mundka Fire News Delhi Mundka Fire Death Count Mundka Fire Update Fire In Mundka Today Mundka Fire Video Mundka Fire Incident Fire In Mundka Fire Breaks Out In Delhi’s Mundka Fire Accident In Delhi Mundka In Delhi Delhi Building Fire Delhi Mundka Metro Station Fire Delhi Factory Fire Delhi Fire Accident Mundka Fire Deaths