Delhi Fire: দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মোদি-মমতার।Bangla News
দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চারতলা অফিসবাড়িতে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হয়েছে দুই দমকলকর্মী-সহ ২৭ জনের। ১২ জন জখম হয়েছেন। দোতলায় রয়েছে সিসিটিভি ক্যামেরা ও রাউটার নির্মাতা সংস্থার অফিস। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেল পৌনে ৫টা নাগাদ ওই অফিসে আগুন লাগার খবর মেলে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। প্রাণ বাঁচাতে অনেকেই জানলা দিয়ে ঝাঁপ দেন। দমকলের ৩০টি ইঞ্জিন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৮ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। জানলা ভেঙে অনেককে উদ্ধার করা হয়।
এই ঘটনায় ইলেকট্রনিক্স সরঞ্জাম নির্মাতা সংস্থার দুই মালিক হরিশ ও বরুণ গোয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির মালিক মণীশ লাকড়া পলাতক। বাড়ি মালিক ছাদের দরজা বন্ধ করে রেখেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক বিল্ডিং হওয়া সত্ত্বেও দমকলের এনওসি ছিল না।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সময়ে দমকল এসে পৌঁছয়নি দাবি মৃতের পরিবারের।