Bar Council of West Bengal: 'একতরফা সিদ্ধান্তগ্রহণ', চেয়ারম্যানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য বার কাউন্সিলের সদস্যরা
রাজ্য বার কাউন্সিলের (Bar Council) চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবি। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির কাছে জানানো হল আবেদন। আবেদন জানালেন বার কাউন্সিলের কয়েকজন সদস্য। 'মিটিং না করেই একতরফা সিদ্ধান্তগ্রহণ।' সিদ্ধান্ত নিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। 'বিচারপতিদের অপসারণ চাওয়া বার কাউন্সিলের কাজ নয়। অশোক দেবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করার দাবি।
এদিকে ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccination) নিয়ে আজ ফের দুটি মামলা দায়ের হয়েছে। হাইকোর্টে দায়ের করা হয়েছে দুটি জনস্বার্থ মামলা। রায়গঞ্জের হাসপাতালে ২০কোটি টাকার কিট চুরির ঘটনায় তদন্ত চেয়ে মামলা আইনজীবী তাপস মাইতির। স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে রাজ্যে জরুরী ওষুধ বন্টন ও ব্যবহারে ফৌজদারি তদন্তের দাবিতে মামলা দায়ের করলেন বিজেপি (BJP) যুব মোর্চার রাজ্য সহ সভাপতি। সিবিআই (CBI) তদন্ত চেয়ে আবেদন জানানো হয়েছে। কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন। যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণের আবেদন।