Dipendu Biswas Letter: 'অভিমানে ভুলবশত সিদ্ধান্তের জন্য ক্ষমাপ্রার্থী', তৃণমূলে ফিরতে চেয়ে চিঠি দীপেন্দু বিশ্বাসের

'বেশ কিছুদিন আগে অভিমানে ভুলবশত আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।' এই চিঠি লিখে এবার তৃণমূলে ফেরার আর্জি জানালেন ভোটের মুখে বিজেপিতে (BJP) যোগদানকারী বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাসও। বিধানসভা ভোটের মুখে বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক টিকিট না পেয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু ভোটে দলের ভরাডুবির পর থেকেই বিজেপির সঙ্গে ক্রমশ বাড়ছিল দূরত্ব।
 গত ২১শে মে নারদকাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ চার হেভিওয়েটের গ্রেফতারির প্রতিবাদে, বিজেপির সঙ্গে যাবতীয় ছিন্ন করেন গড়ের মাঠের তারকা ফুটবলার দীপেন্দু! 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola