District News : উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ , বিজেপিতে যশ-হিরণ, সব খবর একনজরে

Continues below advertisement

দুর্নীতি নিয়ে ফের অমিত শাহের নিশানায় 'ভাইপো'। বিজেপির (BJP) লাগাতার আক্রমণের মুখে অভিষেকের (Abhishek Banerjee) হয়ে চ্যালেঞ্জ মমতার। ক্ষমতায় এলেই বাংলায় 'নমামি গঙ্গে'-র সূচনা, আশ্বাস অমিত শাহের। নামখানার নারায়নপুরে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ। যশের পর এবার বিজেপিতে হিরণ। নামখানায় পদ্ম শিবিরে যোগ দিলেন যুব তৃণমূল সহ সভাপতি। যারা যাচ্ছেন তাঁরা ফিরে আসবেন, মন্তব্য অরূপের। নিমতিতা স্টেশনে বিস্ফোরণ, কী করছিল রেল পুলিশ? নিমতিতা কাণ্ডে মমতার (Mamata Banerjee) নিশানায় কেন্দ্র। মন্ত্রী আক্রান্ত হলে বাংলার মানুষের কী অবস্থা? সিবিআই-এনআইএ চায় বিজেপি। "চাইলে সিবিআই (CBI)-র হাতে মন্ত্রীর উপর হামলার তদন্ত তুলে দিক রাজ্য।" এবিপি নিউজের শিখর সম্মেলনে বললেন অমিত শাহ (Amit Shah)। খুনের চক্রান্তে হামলা, সম্ভবত রিমোটের সাহায্যে বিস্ফোরণ, এসএসকেএমে (SSKM) মন্ত্রীকে দেখে দাবি মুখ্যমন্ত্রীর। তদন্তে সিট (SIT)। এনআইএ (NIA) হলে ভালো, বললেন রাজ্যপাল (Jagdeep Dhankar)। টেটে দুর্নীতি অভিযোগ, জলপাইগুড়িতে বিক্ষোভ। একসঙ্গে ১৫টি কুকুরের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির চণ্ডীতলায়। স্থানীয়দের দাবি, বিষ খাইয়ে কুকুরগুলিকে মেরে ফেলেছে দুষ্কৃতীরা। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram