West Bengal News: সরকারি রেজিস্টারে কারচুপি করে টিকা চুরি, ডায়মন্ডহারবার বলে সোনারপুরে বেআইনি ক্যাম্পে ৩০ জনকে ভ্যাকসিন

Continues below advertisement

সরকারি খাতায় ডায়মন্ডহারবার থেকে দেওয়া হয়েছে টিকা। ভ্যাকসিন গেছে সোনারপুরের বেআইনি ক্যাম্পে। জেরায় জানিয়েছে ধৃত মিঠুন মণ্ডল। কীভাবে সম্ভব জানতে স্বাস্থ্যভবনে যোগাযোগ পুলিশের। 

প্রশাসনের নজর এড়িয়ে মে মাস থেকেই চলছিল সোনারপুরে বেআইনি ভ্য়াকসিন ক্যাম্প। অনেকেই নিয়েছেন টিকার দু'টি ডোজ। জড়িত আরও একজনের খোঁজে তল্লাশি পুলিশের। 

বরানগর হাসপাতালে টিকার জন্য তিনদিন ধরে লাইন। চাটাই পেটে শুক্রবার থেকে অপেক্ষায়, দাবি গ্রহীতাদের। প্রতিক্রিয়া মেলেনি কর্তৃপক্ষের। 

বিরাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজা। "বাবুলাল তৃণমূলেরই আছেন," দাবি তাঁর স্ত্রীর। ২০১৯ থেকেই উনি বিজেপিতে (BJP), পাল্টা তৃণমূল (TMC)। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram