Fake Vaccination Scam: এবার দেবাঞ্জনকাণ্ডে FIR করছে ED

Continues below advertisement

দেবাঞ্জন মামলায় কয়েকদিনের মধ্যেই এফআইআর (FIR) করছে ইডি (ED)। ইডির সদর দফতর থেকে মিলেছে সবুজ সঙ্কেত, ইডি সূত্রে খবর। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দিল্লি ও কলকাতার ইডি অফিসের ভার্চুয়াল বৈঠক। আজই দিল্লিত থেকে মিলেছে সবুজ সঙ্কেত, ইডি সূত্রে খবর। 

আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাংবাদিক বৈঠক করে বলেন, "বিএ কমিটির গত মিটিংয়ে ছিলাম, আজকের মিটিংয়ে যাইনি। রাজ্যের জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মুলতুবি প্রস্তাব আকারে বিরোধী পক্ষের সদস্যরা আনতে পারেন। এর আগের দিন যেদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনা ছিল, ২ মে-এর পরবর্তী যে সীমাহীন সন্ত্রাস সে সম্পর্কে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম। অধ্যক্ষ বলেছিলেন, সময়ের অভাবে সেটি বাতিল করছেন। আমরা পাঠ করার দাবি করেছিলাম। সেটাও তিনি সেদিন গ্রহণ করেননি। আজ মনোজ টিগ্গা সহ একাধিক বিধায়ক মুলতুবি প্রস্তাবের নোটিস দিয়েছিলেন। শাসক দলের তৈরি ভুয়ো দেবাঞ্জনকাণ্ড সম্বন্ধে এই নোটিস। আমরা এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিলাম জনস্বার্থে। আমরা এই বিষয় সরকারের থেকে কিছু শুনতে চেয়েছিলাম এবং আমাদের বক্তব্য মানুষের স্বার্থে তুলে ধরতে চেয়েছিলাম। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কলকাতা পুরসভা, একাধিক বিধায়ক, আইপিএসরা যুক্ত। সেই মুলতুবি প্রস্তাবও বাতিল হয়েছে। সুযোগ থাকা সত্ত্বেও মুলতুবি প্রস্তাব পাঠের সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের দাবি বাতিল করা হচ্ছে। তাই আমরা বিএ কমিটির মিটিংয়ে যাইনি।"

তিনি আরও বলেন, "ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছিলেন। সব কথায় যিনি ক্ষমতা দেখান, ২৩৫-এর মত ২১৩-র দম্ভ দেখান, সেই জন্যই আমরা বিএ কমিটির বৈঠকে যোগ দিইনি, এটাই আমাদের প্রতিবাদ। ৩৮ দশমিক ১ শতাংশ ভোট বিজেপি পেয়েছে। মানুষের কথা ভিতরেও বলব, সুযোগ পেলে জনগণের সামনেও বলব। জন বার্লার মতামত ব্যক্তিগত। সৌমিত্র খাঁ-এর বক্তব্যও ব্যক্তিগত। দলের কোনও বক্তব্য নেই। প্রধানমন্ত্রী কেন জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়েছেন, সেই নিয়ে মন্তব্য নয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram