ফটাফট: আজ উচ্চমাধ্য়মিকের রেজাল্ট, মেয়াদ বাড়াল CBSE

করোনা কালে আজ উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ। বিকেল ৪টে থেকে দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। শুক্রবার স্কুল থেকেই মিলবে মার্কশিট। প্রকাশিত হচ্ছে না মেধাতালিকা। 

৩১ জুলাই বেরোতে পারে সিবিএসই-র দ্বাদশের ফল। দ্বাদশ শ্রেণির চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার মেয়াদ বাড়াল সিবিএসই (CBSE)। ২৫ জুলাইয়ের মধ্য়েই সব স্কুলগুলিকে দ্বাদশ শ্রেণির চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলল সিবিএসই। এর আগে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ছিল ২২ জুলাই। 

কর্নাটকের জোট সরকার ফেলতে পেগাসাস ব্যবহার করেছিল বিজেপি (BJP)। কংগ্রেসের অভিযোগের পরেই ইয়েদুরাপ্পাকে মুখ্য়মন্ত্রীত্ব ছাড়তে বললেন সুব্রক্ষ্মণ্যম স্বামী। "দলকে বিড়ম্বনায় ফেলবে না।" পাল্টা ইয়েদুরাপ্পা। 

পেগাসাসের টার্গেটে ছিল ফরাসি প্রেসিডেন্টের ফোন নম্বরও? ফরাসি সংবাদমাধ্য়মে বিস্ফোরক রিপোর্টের পরেই তদন্তের নির্দেশ। স্পাইওয়্যারের হ্যাকিং নিয়ে তদন্তের নির্দেশ ফরাসি প্রেসিডেন্টের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola