Top Story: জাকির হামলায় রেলকে নিশানা মমতার, 'CBI-কে তদন্ত করতে দেওয়া হোক', পাল্টা শাহ

Continues below advertisement

দুর্নীতি নিয়ে ফের অমিত শাহের নিশানায় 'ভাইপো'। বিজেপির (BJP) লাগাতার আক্রমণের মুখে অভিষেকের (Abhishek Banerjee) হয়ে চ্যালেঞ্জ মমতার। বিজেপির লড়াই সিণ্ডিকেটের বিরুদ্ধে, আক্রমণ অমিত শাহের। ছাড় পাবেন না অমিত-পুত্র, পাল্টা মমতা। আমফান নিয়েও মমতা-শাহ তরজা। যশের পর এবার বিজেপিতে হিরণ। নামখানায় পদ্ম শিবিরে যোগ দিলেন যুব তৃণমূল সহ সভাপতি। যারা যাচ্ছেন তাঁরা ফিরে আসবেন, মন্তব্য অরূপের। নিমতিতা স্টেশনে বিস্ফোরণ, কী করছিল রেল পুলিশ? নিমতিতা কাণ্ডে মমতার (Mamata Banerjee) নিশানায় কেন্দ্র। মন্ত্রী আক্রান্ত হলে বাংলার মানুষের কী অবস্থা? সিবিআই-এনআইএ চায় বিজেপি। চাইলে সিবিআই (CBI)-র হাতে মন্ত্রীর উপর হামলার তদন্ত তুলে দিক রাজ্য। খুনের চক্রান্তে হামলা, সম্ভবত রিমোটের সাহায্যে বিস্ফোরণ, এসএসকেএমে (SSKM) মন্ত্রীকে দেখে দাবি মুখ্যমন্ত্রীর। তদন্তে সিট (SIT)। এনআইএ (NIA) হলে ভালো, বললেন রাজ্যপাল (Jagdeep Dhankar)। উত্তরপ্রদেশে দুই দলিত কন্যার রহস্যমৃত্যু। স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন? আক্রমণ মমতার। ফের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বৈঠক। এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা হয় তাঁদের। ৭ মার্চ ব্রিগেডে সভা মোদির (Narendra Modi)। সোমবার রাজ্যে আসছেন মোদি। আজ থাকবেন বিশ্বভারতীর ভার্চুয়াল সমাবর্তনে। রবিবার সব রাজ্যের নেতার সঙ্গে বৈঠক। শনিবার বাংলা-সহ ৫ রাজ্যের ভোট বৈঠকে নাড্ডা (JP Nadda)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram