Narada Case: প্রেসিডেন্সি জেলে জ্বর এসেছে ফিরহাদ হাকিমের, দেওয়া হল প্যারাসিটামল

Continues below advertisement

নারদকাণ্ডে ধৃত ৪ হেভিওয়েট নেতার জামিনে স্থগিতাদেশের নির্দেশের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। কালই আবেদনের শুনানি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে। অন্যদিকে, কালই সিবিআইয়ের অন্য রাজ্যে মামলা স্থানান্তরের মামলারও শুনানি রয়েছে।

সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রকে এসএসকেএমে দেখে এলেন মালা রায় ও শান্তনু সেন। উডবার্ন ওয়ার্ড থেকে বেরোনোর সময় মালা রায় জানান, মানসিকভাবে শক্ত থাকলেও দু’জনকেই মাঝে মধ্যে অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছে। চলছে অন্যান্য ওষুধও।

ভাল আছেন ফিরহাদ হাকিম। প্রেসিডেন্সি জেল থেকে বেরনোর সময় জানালেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। যদিও তাঁর দাবি, এদিন তাঁর দফতরের কাজেই প্রেসিডেন্সি জেলে এসেছিলেন তিনি।

রাজ্যপালের ভুমিকার প্রতিবাদ। রাজভবনের সামনে একপাল ভেড়া নিয়ে অভিনব বিক্ষোভ এক ব্যক্তির। কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দিল পুলিশ। কটাক্ষ তৃণমূলের। পাল্টা ট্যুইট করে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বললেন জগদীপ ধনকড়।

নারদকাণ্ডে প্রেসিডেন্সি জেলে ফিরহাদ হাকিম। দুপুর থেকে জ্বর এসেছে তাঁর। তাঁকে দেওয়া হয়েছে প্যারাসিটামল। চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যেতে নারাজ ফিরহাদ। জেল হাসপাতালেই চিকিৎসা হোক, এমনই দাবি তাঁর। খবর প্রেসিডেন্সি জেল সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram