Transfer of Alapan Bandyopadhyay: রাজ্য রিলিজ না করলে আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কাজে যোগ দিতে পারবেন না, মত গৌতমমোহন চক্রবর্তীর
রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে কাজে যোগদানের নির্দেশ দিয়ে চিঠি। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) চিঠি পাঠাল কেন্দ্র। মুখ্যসচিবকে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র। ৩১ মে সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তী বলেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকার আলোচনাক্রমে তালিকা তৈরি করা হয়। এই তালিকা থেকে অফিসারদের সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানো হয়। কিন্তু কেন্দ্র ও রাজ্য সহমত না হলে সেই ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তকে রাজ্য সরকারকে মানতে হবে। কিন্তু কোনও অফিসারকে রাজ্য সরকার রিলিজ না করলে তিনি দিল্লিতে কাজে যোগ দিতে পারবেন না। এ বিষয়ে আগেও বিতর্ক হয়েছে।’
Tags :
ABP Ananda IAS IPS ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Alapan Banerjee Gautam Mohan Chakraborty