West Bengal Violence: এভাবে মানবাধিকার ও মর্যাদা লঙ্ঘন গণতন্ত্রের পক্ষে লজ্জার, আইনশৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের

Continues below advertisement

দিল্লি যাওয়ার আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া চিঠি রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)।

‘রাজ্যে ভোট পরবর্তী হিংসা (West Bengal Violence), রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন (Human Rights violantion) অব্যাহত। চলছে লাগাতার নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস। অথচ গোটা ঘটনায় আপনি আশ্চর্যজনকভাবে নীরব এবং নিষ্ক্রিয়। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও মন্ত্রিসভায় একদিনও আলোচনা করেননি। দুর্গতদের স্বার্থে কোনও পদক্ষেপ করা হয়নি। এভাবে মানবাধিকার ও মর্যাদা লঙ্ঘন গণতন্ত্রের পক্ষে লজ্জার। আইন অনুযায়ী প্রশাসন ও পুলিশের পদক্ষেপ করা উচিত। কিন্তু তেমন কিছু ঘটছে না। দুর্গতরাই প্রশাসন ও পুলিশকে ভয় পাচ্ছেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হোক। আইনশৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হোক,’ লিখেছেন রাজ্যপাল।

১৭ মে নিজাম প্যালেসের ঘটনার প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যপাল। ‘সংবিধানের শপথের কথা ভুলে সিবিআই দফতরে ৬ ঘণ্টা কাটানো। সেখান থেকেই মন্ত্রিসভার বৈঠকের নেতৃত্ব। সেদিনের ঘটনার ধারাবাহিকতার উদাহরণ গণতন্ত্রে বিরল,’ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ রাজ্যপালের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram