Guru Purnima 2021: গুরুপূর্ণিমা পালনে একদিনের জন্য খুলছে বেলুড় মঠ, খুলছে কাশীপুর উদ্যানবাটিও

Continues below advertisement

আগামী ২৪ জুলাই গুরুপূর্ণিমা (Guru Purnima)।  বেলুড় মঠ (Belur Math) কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাবিধি (Corona) মেনে আগামী শনিবার মঠে ঢুকতে পারবেন ভক্তরা। গুরুপূর্ণিমার দিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। ওইদিন বৈদিক মন্ত্র, স্তোত্রপাঠ, ভজন, সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা। বেলুড় মঠের পাশাপাশি গুরুপূর্ণিমার দিন খোলা থাকবে কাশীপুর উদ্যানবাটিও (Cossipore Udyan Bati)। করোনাবিধি মেনে সকাল ৭টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে দরজা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram