Heavy Rain Effect: অজয়ের স্রোতে ভেসে গেল রাস্তা, বন্ধ কাঁকসা-ইলামবাজার যোগাযোগ
Continues below advertisement
শনিবার অজয় নদের (Ajay River) জলস্রোতে ভেঙে গিয়েছিল রাস্তার একাংশ। রবিবার ভেসে গেল রাস্তার বাকি অংশটুকুও। সমস্যায় পড়েছেন পশ্চিম বর্ধমানের কাঁকসার (Kanksa) শিবপুর গ্রামের বাসিন্দারা। কার্যত যোগাযোগ বন্ধ হয়ে গেছে কাঁকসা ও বীরভূমের ইলামবাজারের মধ্যে। সারাবছর অজয় নদে জল না থাকায়, এই দুই জেলাকে জুড়তে তৈরি করা হয়েছিল এই অস্থায়ী রাস্তা।
Continues below advertisement
Tags :
Birbhum ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla West Burdwan Kanksa Ajay River