Fake Human Rights Officer: এবার মানবাধিকার সংগঠনের ভুয়ো অফিসার! গ্রেফতার

এবার পুলিশের জালে মানবাধিকার সংগঠনের (Human Rights Organization) ভুয়ো অফিসার। গ্রেফতার অভিযুক্ত। আটক আরও চার। বাজেয়াপ্ত নীল বাতি লাগানো চারটি গাড়ি ও চারটি মোটরবাইক। রবিবার রাতে নাকা চেকিংয়ের সময় চুঁচুড়ায় (Chuchura) জিটি রোড (GT Road) থেকে এক স্কুটার আরোহীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে চুঁচুড়ার বাসিন্দা রঞ্জন সরকারের (Ranjan Sarkar)। পুলিশের দাবি, এলাকায় বাড়ি ভাড়া নিয়ে অফিস খোলেন রঞ্জন। অভিযোগ, কখনও মানবাধিকার সংগঠন, কখনও ভিজিল্যান্স অফিসার পরিচয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়। নীল বাতি লাগানো গাড়ি ও দেহরক্ষী নিয়ে ওই ব্যক্তি ঘুরতেন বলে অভিযোগ। অফিসে তল্লাশি চালিয়ে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola