ICore Chit Fund Scam: আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডির তলব

Continues below advertisement

সিবিআইয়ের পর এবার আইকোর (ICore) মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তলব করল ইডি (ED)। একইসঙ্গে তলব করা হয়েছে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও (Bappaditya Dasgupta)। আইকোরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সংস্থার সমর্থনে কথা প্রসঙ্গেই পার্থর কাছে জানতে চাইবে ইডি, জানা যাচ্ছে সূত্র মারফত। ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গে কী সম্পর্ক ছিল আইকোরের, তা জানতে চাওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram