Kaliachak Murder Case: 'দুর্গন্ধ এড়াতে মৃতদেহে অ্যাসিডের ব্যবহার', ধৃত আসিফকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ CID-র
কালিয়াচক খুন কাণ্ডে (Kaliachak Murder Case) ঘটনার পুনর্নির্মাণ শুরু করল সিআইডি। আজ বিকেলে ধৃত আসিফ মহম্মদ (Asif Mohammad) ও তাঁর বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে যান সিবিআই আধিকারিকরা। সেখানে গোডাউনের ভিতরে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে আসিফের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হওয়া মার্বেল ও প্লাইউড। সিবিআই সূত্রে খবর, যাতে মৃতদেহগুলি থেকে দুর্গন্ধ না ছড়ায় তার জন্য অ্যাসিড ব্যবহার করেছিল আসিফ। এই তথ্য প্রমাণ করতে মৃতদেহগুলি পূর্ণাঙ্গ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আজ আসিফ মহম্মদের মামা ও ঘটনার একমাত্র সাক্ষী আসিফের দাদার গোপন জাবানবন্দি নেওয়া হয়। অন্যদিকে ধৃত আসিফ ও তাঁর সঙ্গীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির তদন্তকারীরা। তদন্তে আসিফের কাছ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় মনোবিদের সাহায্য নেওয়া হতে পারে বলে সিআইডি (CID) সূত্রে খবর।