Kaliachak Murder Case: 'দুর্গন্ধ এড়াতে মৃতদেহে অ্যাসিডের ব্যবহার', ধৃত আসিফকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ CID-র

Continues below advertisement

কালিয়াচক খুন কাণ্ডে (Kaliachak Murder Case) ঘটনার পুনর্নির্মাণ শুরু করল সিআইডি। আজ বিকেলে ধৃত আসিফ মহম্মদ (Asif Mohammad) ও তাঁর বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে যান সিবিআই আধিকারিকরা। সেখানে গোডাউনের ভিতরে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে আসিফের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হওয়া মার্বেল ও প্লাইউড। সিবিআই সূত্রে খবর, যাতে মৃতদেহগুলি থেকে দুর্গন্ধ না ছড়ায় তার জন্য অ্যাসিড ব্যবহার করেছিল আসিফ। এই তথ্য প্রমাণ করতে মৃতদেহগুলি পূর্ণাঙ্গ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আজ আসিফ মহম্মদের মামা ও ঘটনার একমাত্র সাক্ষী আসিফের দাদার গোপন জাবানবন্দি নেওয়া হয়। অন্যদিকে ধৃত আসিফ ও তাঁর সঙ্গীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির তদন্তকারীরা। তদন্তে আসিফের কাছ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় মনোবিদের সাহায্য নেওয়া হতে পারে বলে সিআইডি (CID) সূত্রে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram