Left Strike In Bengal: ক্যানিংয়ে রাস্তা আটকে ক্যারম, কোচবিহারে বিরোধিতায় তৃণমূল

Continues below advertisement

কোচবিহার (Cooch Behar) শহরের সরকারি বাস টার্মিনাস থেকে পুলিশি প্রহরায় রওনা দিল তুফানগঞ্জের তরফে। নেমেছে র‍্যাফ। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বনধ সমর্থকরা। পুলিশ এসে তাঁদের রাস্তা থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাসের চালক হেলমেট পড়ে আছে। বনধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। সকাল থেকেই কোচবিহার শহরের প্রাণকেন্দ্র উত্তপ্ত। অন্যদিকে ক্যানিংয়ে (Canning) রাস্তা আটকে ক্যারাম খেলতে দেখা গেল বনধ সমর্থককারীদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram