Local Train Cancelled: একাধিক মেল এক্সপ্রেস-সহ বাতিল ৬৭টি লোকাল ট্রেন, কাল চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

শনিবার হাওড়া (Howrah) ডিভিশনের একাধিক মেইল এক্সপ্রেস (Express) ও ৬৭টি লোকাল ট্রেন (Train) বাতিল করা হচ্ছে। কোচ টার্মিনালে (rail coach terminal) রূপান্তরিত করা হচ্ছে শালিমার ষ্টেশনকে (Shalimar station)। পাশাপাশি সাঁকরাইল (Sankrail) ও আন্দুল (Andul) স্টেশনের মাঝে তৈরি হচ্ছে রেল ওভারব্রিজ (Rail Overbridge)। এই কারণে শনিবার দুই ষ্টেশনের মাঝে পাওয়ার ব্লক করা হচ্ছে। এদিন বাতিল করা হচ্ছে ৬টি মেইল এক্সপ্রেস। চলবে না হাওড়া-ভুবনেশ্বর (Bhubaneswar), ভুবনেশ্বর-হাওড়া স্পেশাল, হাওড়া-পুরুলিয়া (Purulia) ও হাওড়া-দিঘা (Digha) স্পেশাল। বাতিল হচ্ছে হাওড়া থেকে সাঁতরাগাছি (santragachi), খড়গপুর (Kharagpur), মেদিনীপুর (Midnapore), হলদিয়া (Haldia), পাঁশকুড়া (Panskura) শাখার বিভিন্ন লোকাল ট্রেন। পাশাপাশি সময়সীমা বদল করা হচ্ছে যশবন্তপুর (Yashwantpur), মুম্বাই (Mumbai), আমদাবাদ (Ahmedabad), এরনাকুলাম (Ernakulam) শাখার দূরপাল্লা ট্রেনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola