Madhyamik Result 2021: ২০ জুলাই মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধা তালিকা প্রকাশ করবে না পর্ষদ
আগামী মঙ্গলবার মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Results 2021)। সকাল ৯টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। সকাল ১০টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে। wb10.abplive.com মারফত জানা যাবে ফল। রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশের দিনই মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষা না হওয়ায়, প্রকাশিত হবে না মেধা তালিকা। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।
Tags :
ABP Ananda Madhyamik Results Wbbse ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Madhyamik 2021 Madhyamik Result 2021 West Bengal Exam Results