Mahesh Rathyatra 2021: পড়ন্ত বিকেলে পদব্রজেই মাসির বাড়ি যাত্রা প্রতিভূ-শিলার

Continues below advertisement

রথযাত্রার দিন সকালেই মাহেশে (Mahesh) মূল মন্দির থেকে জগন্নাথদেব, বলরামদেব ও সুভদ্রার বিগ্রহ বাইরে বের করে আনা হয়েছে। এখন সাধারণ ভক্তরা পুজো দিচ্ছেন। এরপর বিকেল ৪টে নাগাদ এই তিন বিগ্রহের প্রতিভূ হিসেবে নারায়ণশিলাকে নিয়ে যাওয়া হবে মন্দির চত্বরেই তৈরি অস্থায়ী মাসির বাড়িতে। অন্যদিকে এখানে রথের দিন রত্নবেদি পরিবর্তন করার যে নিয়ম রয়েছে। এখন পুজো চলছে। সকালের দিকেই ভোগের ব্যবস্থা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নারায়ণশিলা নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে।  

এদিকে কোভিড বিধি মেনে কলকাতায় (Kolkata) পালিত হচ্ছে ইসকনের রথযাত্রা উৎসব। করোনা সংক্রমণের কারণে রথযাত্রা হচ্ছে না। রথের বদলে গাড়িতে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। এদিন মুখ্যমন্ত্রীর তরফে ভোগ নিবেদন ও আরতির পর মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে জগন্নাথদেবকে। ইসকনের (ISCON) রথযাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষ এবার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram