Mahesh Rathyatra: করোনার কোপে এবছরও বন্ধ মাহেশের প্রাচীন রথযাত্রা

করোনা আবহে এবারও বন্ধ করা হল মাহেশের রথযাত্রা। ৬২৫ বছরের প্রাচীন এই রথযাত্রা গতবছরও বন্ধ ছিল। এই রথযাত্রায় প্রচুর মানুষের সমাগম হয়। সংক্রমণের আশঙ্কায় এবার মন্দিরপ্রাঙ্গণেই টানা হবে রথ। প্রথা মেনেই পুজো করা হবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাবিধি মেনেই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola