Malda: বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদে মানিকচকে আক্রান্ত CRPF জওয়ান

Continues below advertisement

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় মালদার (Malda) মানিকচকে আক্রান্ত সিআরপিএফ জওয়ান (CRPF Jawan)। অভিযোগ, গতকাল রাস্তা পেরোনোর সময় বেপরোয়া বাইকের ধাক্কায় ওই জওয়ান আহত হন। প্রতিবাদ করায় ওই বাইক আরোহী আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর ওপর চড়াও হয়। সিআরপিএফ জওয়ানকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত জওয়ান মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ দায়ের হয়েছে। মারধরের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু কমলেও, ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৯২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। অ্যাক্টিভ কেসের (Active Cases) সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ২৯১।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram