Malda: চাঁচলে মহানন্দা নদী থেকে বেলাগাম বালি পাচার, আটক দু'টি ট্রাক
মালদার (Malda) চাঁচলে মহানন্দা নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ পেয়ে তৎপর প্রশাসন। দুজনকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই দুটি ট্রাক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে চাঁচলের মাধবপুর ঘাটে মহানন্দা (Mahananda River) থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল। এর ফলে ওই ঘাট বিপজ্জনক হয়ে উঠেছে বলে স্থানীয়দের দাবি। আজ সকালে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে অভিযান চালান চাঁচলের মহকুমা শাসক। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছেন তিনি।
Tags :
Arrest ABP Ananda Malda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Illegal Sand Trafficking Chanchal. DM Of Chanchal