Saayini Ghosh Joins TMC: ভোটের আগে কারও পাখির চোখ হয়ে উঠতে পারে না বাংলার মাটি : সায়নী

Continues below advertisement

হুগলির ডানলপ ময়দানে আজ জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে জোড়াফুলে নাম লেখালেন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), জুন মাল্য (Juen Malya), সায়নী ঘোষ (Saayoni Ghosh), কাঞ্চন মল্লিক-সহ আরও অনেক পরিচিত মুখ। তৃণমূলে যোগ দিয়ে সায়নী বলেন, "দিদিকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আগামীদিনে বাংলার মা-বোনেদের মর্যাদা, সম্মান দেখে রাখব। বাংলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে আমরা এগিয়ে যাব। শান্তি সম্প্রীতি বজায় রাখব। আমাদের বাংলার মাটি ভোটের আগে কারও পাখির চোখ হয়ে উঠতে পারে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram