Mamata Banerjee at Raiganj: রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, BJP নেতাদের বাংলার ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই: মমতা

Continues below advertisement

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে BJP-র রথযাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, "বিজেপি নেতারা রথযাত্রা করছে। তারা কি জগন্নাথ দেবের থেকেও বড়? দেবতারা চলে গিয়ে বিজেপি নেতারা এসেছে। রাবণও রথে চেপে এসে সীতাকে হরণ করেছিল। বাবুরা রথ বিক্রি করেছেন। সেই রথে ১০ তারা হোটেলের সুবিধা নিয়ে ফূর্তি করছেন। জগন্নাথ দেবের রথযাত্রাকে এরা কালিমালিপ্ত করেছে। ধর্মের নামে অধর্ম করছে বিজেপি।"  তিনি যোগ করেন, "ঘরে বসে ফেক ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। বিজেপি বলে বাংলায় মহিলারা ঘর থেকে বেরোতে পারে না। উত্তরপ্রদেশে দলিতদের খুন করা হয়। বিজেপি নেতাদের বাংলার ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণা নেই।" তিনি বলেন, "বিজেপির অনেক টাকা আছে, তাই খুব অহঙ্কার। টাকার থেকে মানুষের দাম অনেক বেশি। টাকা দিয়ে চরিত্র গঠন হয় না। বিজেপি ভাবছে, যেমন করে হোক ক্ষমতা দখল করতে হবে। অত সস্তা নয়, এটা দিল্লির লাড্ডু নয়।" মমতার মতে, "দেশের নেতা মহাত্মা গাঁধী, নেতাজির মতো হওয়া উচিত"।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram