Mamata Banerjee: রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালন, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

বিধানসভায় জবাবি ভাষণে জাতীয় মানবাধিকার কমিশন ও বিজেপির কড়া সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, তাঁর কাছে খবর আছে, জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির সক্রিয় সদস্য হয়ে কাজ করছে। তাঁর আরও দাবি, যিনি মানবাধিকার কমিশনের দায়িত্বে আছেন, তিনি বিজেপির সক্রিয় সদস্য। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশন মদত না দিলে রাজ্যে বিজেপি ৩০টি আসনও পেত না। মোদি-অমিত শাহ-বিজেপি যা বলেছে, কমিশন সেইমতো কাজ করেছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা কোনও ধমকানি-চমকানিতে ভয় পায় না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে চলছে জঙ্গলের রাজত্ব। মমতা জানান, বিধানসভা ভোট হয়েছিল ৮ দফায়, খেলা হবে স্লোগান দিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। তাঁর ঘোষণা আগামী দিনে গোটা রাজ্যে ‘খেলা হবে দিবস’ পালন হবে। কবে তা পালন হবে পরে জানানো হবে বিধানসভায়, জবাবি ভাষণে উল্লেখ মুখ্যমন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram