Mamata Banerjee on Cyclone Yaas: 'ইয়াস-মোকাবিলায় ২ লক্ষ পুলিশকর্মী, কাজ করছেন ৭৪ হাজার আধিকারিক ও কর্মী', নবান্নে মুখ্যমন্ত্রী

Continues below advertisement

আজ নবান্নে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "আমাদের এবার ৭৪ হাজার আধিকারিক ও কর্মী দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন। প্রায় ২ লক্ষ পুলিশকর্মীকে কাজে লাগানো হয়েছে। সব মিলিয়ে বিপর্যয় মোকাবিলায় প্রায় ৩ লক্ষ লোক কাজ করছেন।" তিনি বলেন, "দুর্যোগ থেকে বাঁচানোর ক্ষমতা কারও নেই। কিন্তু মানুষকে বাঁচানোর জন্য যতটা করা সম্ভব আমরা করেছি। আমফান (Amphan) থেকে শিক্ষা নিয়ে আমরা কাজ করেছি।" মুখ্যমন্ত্রীর পরামর্শ, "সুরক্ষিত জায়গায় থাকুন। সবাই মাস্ক ব্যবহার করবেন।" তিনি আরও বলেন, "যেখানে প্রয়োজন হবে সেখানে সেনা নামানো হবে। সব এজেন্সির সঙ্গে কথা বলে সবাইকে তৈরি রাখা হয়েছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram