Mamata Banerjee's Speech: বিজেপি বিরোধী দলগুলির একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি শুরু করার এটাই সঠিক সময়, বার্তা মমতার

Continues below advertisement

বিজেপি বিরোধী দলগুলির একজোট হয়ে লড়াইয়ের প্রস্তুতি শুরু করার এটাই সঠিক সময়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটের সময় জোট বেঁধে কোনও লাভ নেই। তাই এখন থেকেই তৈরি হওয়া জরুরি। এই ইস্যুতে তৃণমূল নেত্রীকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দলের নেতাদের কলকাতায় এনে ব্রিগেডে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পওয়ার থেকে অরবিন্দ কেজরিওয়াল, লালু-পুত্র তেজস্বী যাদব থেকে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা, কংগ্রেসের মল্লিকার্জুন খড়্গে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা দেবেগৌড়া-সহ আরও অনেকে সেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তারপরও দেশজুড়ে বিজেপি বিরোধী কোনও ঐক্যবদ্ধ জোট গড়ে ওঠেনি। লোকসভা ভোটে তৃণমূল নিজেও আশানুরূপ ফল করতে পারেনি। সেই প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী জোট গঠনের ডাককে দিবাস্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছে বিজেপি।

যদিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি জোট বার্তা থেকেই স্পষ্ট, সদ্য বিধানসভা ভোটে বিজেপিকে পরাজিত করে উচ্ছ্বসিত তৃণমূল এখন আর অতীত নিয়ে ভাবতে রাজি নয়। তাদের লক্ষ্য দিল্লি। এখন সেই লক্ষ্য সফল হবে, না মুখ থুবড়ে পড়বে, তার উত্তর আগামী দিনেই পাওয়া যাবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram