Modi Speech: 'বিচারবিভাগ থেকে আইনসভায় গুরুত্ব পাক মানবিকতা', সওয়াল প্রধানমন্ত্রীর।Bangla News
বিচারপতিদের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মূলত দেশের বিচারবিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। সবার বোধগম্য স্থানীয় ভাষায় আইন তৈরিতে জোর দেন প্রধানমন্ত্রী। বিচারের দ্রুত সুফল সবাই যেন পান, মুখ্যমন্ত্রী ও রাজ্যের প্রধান বিচারপতিদের সম্মেলনে সেই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিচারবিভাগ আইনসভা সমস্ত ক্ষেত্রেই মানবিকতাকে গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের নিত্যজীবনের সাথে এই সমস্ত ক্ষেত্রগুলি জড়িত, ফলে কেউ কখনও তাদের অভিযোগ আনলে তা যেন মানবিকতার সাথে বিবেচনা করা হয়।
Tags :
Narendra Modi ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Seminar Narendra Modi Speech Pm Speech এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Judiciary System এবিপি আনন্দ