COVID-19 Updates: রাজ্যে একদিনে করোনায় মৃত ১২৭, সংক্রমিত প্রায় ২০ হাজার

Continues below advertisement

রাজ্যে একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু! সংক্রমিত ২০ হাজারের কাছে। শুধু কলকাতেই সংক্রমিত ৪ হাজারের কাছে, ৩৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় মৃত ৩৯। ২৪ ঘণ্টায় ৩ চিকিৎসকের মৃত্যু।

নেই বেড, সাগর দত্ত মেডিক্যালে জরুরি বিভাগেই স্ট্রেচারেই ছটফট করতে করতে করোনা রোগীর মৃত্যু। সকাল থেকে অপেক্ষা করেও বেড না পাওয়ার  অভিযোগ। আমি নিরুপায়, বললেন সুপার।

অক্সিজেনের জন্য সাগর দত্ত মেডিক্যালে হাহাকার। চ্যানেল করে এমার্জেন্সিতে রোগীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা। মাঝপথেই শেষ অক্সিজেন, ১৩ হাজার টাকা ভাড়া দিয়েও প্রাণ হাতে করে আনা হল রোগীকে।

সন্দেহভাজন করোনা রোগীর ভর্তিতে আবশ্যিক নয় রিপোর্ট। ফেরানো যাবে না কাউকে। ভর্তি-বিলম্ব এড়াতে নির্দেশ কেন্দ্রের। টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। সৎকারে থাকতে পারবেন পরিবারের ৬ জন, জানাল রাজ্য সরকার। 

দেশে করোনায় দৈনিক মৃত্যু চার হাজার পার। দৈনিক সংক্রমণ ফের ছাড়াল চার লক্ষ। জরুরি ভিত্তিতে ডিআরডিও-র গবেষণাগারে তৈরি ওষুধ ‘টু ডিজি’ প্রয়োগে অনুমতি ডিসিজিআই-এর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram