Morning Headline: অ্যাম্বুলেন্সের বিল মেটাতে গয়না বন্ধক!, এবিপি আনন্দের খবরের জেরে টাকা ফেরালেন মালিক
ছয় ঘণ্টার ভাড়া ৩৩ হাজার টাকা। গয়না বন্ধক দিয়ে করোনা আক্রান্ত স্বামীর জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া মেটালেন স্ত্রী। এবিপি আনন্দের খবরের জেরে পুলিশকে হস্তক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাড়তি টাকা ফেরালেন অ্যাম্বুলেন্স মালিক।
সাংসদের উদ্যোগে কোন্ননগরে নার্সিংহোমে ভর্তি করেও হেনস্থা। টাকার জন্য চিকিৎসক, নার্সের হুমকি। পরে পুলিশের হস্তক্ষেপ। চিকিৎসায় যাতে অসুবিধা না হয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২১ হাজারের আরও কাছে। টানা ১১ দিন শতাধিক মৃত্যু। দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। তারপরই কলকাতা। উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনা।
রাজ্যে একদিনে করোনায় চার চিকিৎসকের মৃত্যু। প্রাণ হারালেন প্রবীণ প্যাথোলজিস্ট সুবীর দত্ত। মুর্শিদাবাদে তরুণ চিকিৎসক সন্দীপন মণ্ডল, বারাসাতের উৎপল সেনগুপ্ত, এনআরএস-এর (NRS) চিকিৎসক সতীশ ঘাটার মৃত্যু।