West Bengal Corona: আজ থেকে ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন
করোনা মোকাবিলায় আজ থেকে ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন। বন্ধ সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাস, লোকাল, মেট্রো, ফেরি, অটো, ট্যাক্সি। ছাড় শুধু জরুরি পরিষেবায়।
আজ থেকে শুধুমাত্র সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মুদির দোকান, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান। বন্ধ শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, সুইমিং পুল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স।
রাত ৯ টা থেকে পাঁচটা পর্যন্ত বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা। বন্ধ সব ধরনের জমায়েত। বিয়েতে ৫০ জন, সৎকারে ২০ জনে ছাড়। দুপুর ২টো পর্যন্ত খোলা ব্যাঙ্ক। চালু থাকবে এটিএম।
চা বাগানে ৫০ শতাংশ, জুটমিলে ৩০ শতাংশ শ্রমিক নিয়ে খোলা রাখার অনুমতি। সকাল ১০ থেকে ৫টা পর্যন্ত খোলা মিষ্টির দোকান। তিন ঘণ্টা খোলা গয়না, শাড়ির দোকান। কেন ছাড় মিষ্টি, গয়না, শাড়ির দোকানে, প্রশ্ন চিকিৎসকদের।
বন্ধ সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। জুনে হবে না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জানালেন মুখ্যসচিব।
আজ থেকে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় বন্ধ শ্যুটিং। বন্ধ কল-কারখানা। খোলা থাকবে ওষুধ, চশমার দোকান, ই-কমার্স ও হোম ডেলিভারি। করোনা মোকাবিলায় চলবে টিকাকরণ, জানালেন মুখ্যসচিব।
কোভিড আবহে আজ থেকে বন্ধ কালীঘাট মন্দির। নিয়ম মেনেই হবে সকালের ভোগ নিবেদন ও বিকেলের আরতি। আজ থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ তারাপীঠ মন্দির। হবে নিত্যপুজো, জানাল মন্দির কমিটি।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৪ জন, সংক্রমিত ১৯৫১১ জন। রাজ্যে একদিনে সুস্থ ১৯,২১১ জন।