Morning Headlines: বাংলায় এবার রেকর্ড, ৮ দফায় ১ মাস ধরে ভোট

Continues below advertisement

১। বাংলায় এবার রেকর্ড । ৮ দফায় ১ মাস ধরে ভোট। ২৭ মার্চ থেকে শুরু, ২৯ এপ্রিল শেষ। একদফায় সর্বাধিক ৪৫টি আসনে ভোটগ্রহণ। গণনা ২ মে। কার্যকর আদর্শ আচরণবিধি। 

২। হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ। অবাধ-শান্তিপূর্ণ ভোটের জন্য এক জেলায় ২ দফায় ভোট। ৩ দফায় ভোট দঃ ২৪ পরগনায়।২৭ মার্চ ভোট শুরু

৩। কেরল, তামিলনাড়ুতে ১ দফা, অসমে ৩ দফা। বাংলায় এবার বেনজিরভাবে ৮ দফায় ভোট। অবাধ-ভোটে কেন্দ্রীয়, আয়-ব্যয়ের  পর্যবেক্ষক ছাড়াও ২জন পুলিশ পর্যবেক্ষক। 

৪। ২০১৬-র তুলনায় বাংলায় বুথ বাড়ল ৩২ শতাংশ। ১ লক্ষেরও বেশি বুথে ভোট। চিহ্নিত করা হয়েছে স্পর্শকাতর এলাকা, জানাল কমিশন। ভোটদানের সময় বাড়ল ১ ঘণ্টা। 

৫। বাংলায় জেলা ভেঙে ভেঙে ৮ দফায় ভোট। ক্ষুব্ধ মমতা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram