Morning Headlines: অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে, কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

রাজ্যে আরও ভয়াবহ করোনা। একদিনে আক্রান্ত পেরিয়ে গেল ১৪ হাজার। ৫৯ জনের মৃত্যু। শুধু কলকাতাতেই দৈনিক সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই, ২০ জনের মৃত্যু। উদ্বেগ উত্তর ২৪ পরগনা, হাওড়া, মালদা নিয়ে। 

কোভিশিল্ডের পর এবার দাম বেঁধে দেওয়া হল কোভ্যাকসিনেরও। সরকারি হাসপাতালের জন্য ৬০০, বেসরকারি হাসপাতালের জন্য দাম ১২০০ টাকায়। জানাল ভারত বায়োটেক। উৎপাদন খরচ বেশি, সাফাই সংস্থার।

খোলা বাজারে নয়, শুধু হাসপাতালেই মিলবে রেমডেসিভির। অক্সিজেনের প্রয়োজন না থাকলে, হাসপাতালে ভর্তি নয়, চিকিৎসা হবে বাড়ি, সেফ হোমে। গাইডলাইন রাজ্যের। ১৯ রাজ্যকে রেমডেসিভির দিচ্ছে কেন্দ্র।

অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে। কেন্দ্র-রাজ্য-প্রশাসনের কে বাধা দিচ্ছে? অক্সিজেনের সঙ্কট নিয়ে মামলায় কড়া বার্তা দিল্লি হাইকোর্টের। এখনও পর্যাপ্ত অক্সিজেন না আসায় কেন্দ্রকে ভর্ৎসনা।

দেশে একদিনে করোনা আক্রান্ত সাড়ে ৩ লক্ষের কাছে।  মৃত্যু ২ হাজারেও বেশি। বাড়ছে অক্সিজেনের সঙ্কট। দিল্লি-অমৃতসরে ২৬জন রোগীর মৃত্যু। অক্সিজেন চেয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি অরবিন্দ কেজরিওয়ালের।

উত্তর ভারতে অক্সিজেনের জন্য হাহাকার। বাংলায় বাড়ছে ভ্যাকসিনের সঙ্কট। একের পর এক হাসপাতালে বন্ধ টিকাকরণ। জঙ্গিপুরে স্বাস্থ্যকর্মীর অভাবে সোয়াব নিলেন রোগীরাই! খবরের জেরে স্বাস্থ্য দফতরে তৎপরতা। 

সংক্রমণ-বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফিরল হয়রানি। সন্তোষপুরে ৭ ঘণ্টা বাড়িতেই পড়ে থাকল অধ্যাপকের মৃতদেহ। একই দুর্ভোগ গাইঘাটাতেও। ডেথ সার্টিফিকেট দিতে পারবেন ব্যক্তিগত চিকিৎসকও, নির্দেশ রাজ্যের। 

করোনা রোগীর বেড নিয়ে হাহাকার। সমস্ত বেসরকারি হাসপাতালের ৬০ শতাংশ রাখতেই হবে করোনা রোগীর জন্য, জানিয়ে দিল স্বাস্থ্য দফতর।আর আহমেদ ডেন্টাল কলেজ, মুকুন্দপুর আমরিতে বাড়ল কোভিড বেড।

শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন নয়, অক্সিজেন কিনতে লাগবে করোনা পজিটিভ রিপোর্ট। মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে বৈঠকের পরে জানিয়ে দিল রাজ্য। আগের মতোই করোনা আক্রান্তের বিনামূল্যে সৎকার। 

সঙ্কট মেটাতে সিঙ্গাপুর থেকে অক্সিজেন আনল কেন্দ্র। বায়ুসেনার বিমানে পানাগড়ে এল অক্সিজেনের ৪টি কন্টেনার। পুণে থেকে অক্সিজেন গেল জামনগরে। ৩ মাসের জন্য উৎপাদনে আমদানি শুল্ক-সেস প্রত্যাহার।

বাইরে বেরোলেই এবার রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্বও। অমান্যে বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ। বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য-কলকাতা পুলিশকে কড়া নির্দেশ নবান্নের। 

মালদায় মিঠুনের সভায় উপচে পড়া ভিড়। করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ ডিএমের। সমস্ত কর্মসূচি বাতিলের দাবি তৃণমূলের। তারকাকে দেখতে ভিড় হবেই, সাফাই বিজেপির। 

বিজেপির মঞ্চের কাছেই তৃণমূলের মঞ্চ। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সভা বানচাল করার চেষ্টার অভিযোগে উত্তপ্ত মানিকতলা। পাল্টা শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের। থানার মধ্যেই বেধড়ক মার।

উত্তরাখণ্ডের ফিরল হিমবাহে ধসের দুঃস্বপ্ন! চামোলির পরে এবার জোশীমঠের কাছে চিন সীমান্তের নীতি ঘাটিতে বিপর্যয়। ৮ জনের মৃত্যু। প্রায় ৪০০ জন উদ্ধার। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola