Morning Headlines: অবশেষে মিলল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক মূল্যায়নের রফাসূত্র, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

নবমের বার্ষিকের বিষয়ভিত্তিক অর্ধেক নম্বর, সঙ্গে দশমের অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বরের পাঁচগুণ যোগ করে জুলাইয়ের মধ্যে তৈরি হবে মাধ্যমিকের (Madhyamik Examination) মার্কশিট। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার সংস্থান। মাধ্যমিক থেকে একাদশের বার্ষিক, সঙ্গে প্রোজেক্ট বা প্র্যাক্টিক্যালের নম্বর - তিন মিলিয়ে উচ্চ মাধ্যমিকের (High Secondary) মার্কশিট। ২৩ জুনের মধ্যে স্কুলকে নম্বর দিতে বলল সংসদ।
নন্দীগ্রাম ভোটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি পিছিয়ে বৃহস্পতিবার। মামলাকারীকে এজলাসে উপস্থিত থাকতে হয়, বললেন বিচারপতি। আইন অনুযায়ী পদক্ষেপ, জানালেন তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) আইনজীবী।
নন্দীগ্রাম (Nandigram) মামলার বিচারপতিকে নিয়ে তোলপাড়। দিলীপের (Dilip Ghosh) সঙ্গে ছবি পোস্ট করে পরপর তৃণমূল নেতার ট্যুইট। হাইকোর্ট চত্ত্বরে আইনজীবীদের মৌন প্রতিবাদ। বিচারব্যবস্থাকে কলুষিত করার চক্রান্ত, পাল্টা অভিযোগ বিজেপির (BJP)। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে ভর্ৎসিত রাজ্য। অভিযোগ উঠলে প্রথমে অস্বীকার। পুলিশ কিছুই করছে না বলে পর্যবেক্ষণ। পরিস্থিতি খতিয়ে দেখতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনকে সহযোগিতার নির্দেশ। সুপ্রিম কোর্টে (Supreme Court) ভোট পরবর্তী হিংসার মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। গতকাল হল না শুনানি। মামলা যাচ্ছে অন্য বেঞ্চে। ভোটে ভরাডুবি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বঙ্গ বিজেপির ক্ষোভের পরই কলকাতা জুড়ে কৈলাসের (Kailash Vijayvargiya) বিরুদ্ধে গো-ব্যাক পোস্টার। পুরোটাই তৃণমূলের চক্রান্ত, দাবি রাহুলের (Rahul Sinha)। নব্য বনাম আদির দ্বন্দ্ব, অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল (TMC)। কলকাতা থেকে সেলের (SAIL) গুরুত্বপূর্ণ দফতর সরানোর সিদ্ধান্তের প্রতিবাদ। ফের ইস্পাতমন্ত্রীকে অর্থমন্ত্রী অমিত মিত্রের (Amit Mitra) চিঠি। রাজ্যজুড়ে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও (North Bengal)। ডেঙ্গি মোকাবিলায় জাতীয় স্বাস্থ্য মিশন বাজেট বরাদ্দে নেই বাংলা। ২০১৮ থেকে ডেঙ্গি, চিকুনগুনিয়ায় কত আক্রান্ত, কতজনের মৃত্যু সংক্রান্ত তথ্য না মেলার কারণ দেখাল কেন্দ্র। ৯১ বছরে দৌড় থামল মিলখা সিংহের (Milkha Singh)। করোনামুক্তির পরেও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। চারবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ানের প্রয়াণে শোকের ছায়া। শোকপ্রকাশ মোদি-মমতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram