Morning Headlines: বীরভূমে BJP-র রথযাত্রার সূচনা করলেন JP Nadda, আরও খবর

Continues below advertisement

তারাপীঠ, লালগড়ে রথযাত্রার সূচনা করেই হুঙ্কার নাড্ডার (JP Nadda)। ভেদাভেদের রাজনীতির অভিযোগে বহরমপুরে পাল্টা জবাব মমতার (Mamata Banerjee)। ঝাড়গ্রামের সভায় চেয়ার ফাঁকা। আধঘণ্টা অপেক্ষা করে মঞ্চে না উঠেই ফিরলেন নাড্ডা। যানজটের জন্য শিল্পীরা আসতে পারেননি, তাই ফিরেছেন, সাফাই নেতৃত্বের।

বহিরাগত তত্ত্বে ফের তৃণমূলকে আক্রমণে নাড্ডা। পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরানোর ডাক। বিজেপি মানেই সর্বনাশ, চলছে ভেদাভেদের রাজনীতি, পাল্টা মমতা। সিপিআইএম-ও (CPIM) বিজেপির (BJP) বড় বন্ধু। বিজেপির উস্কানিতে পা দেবেন না, মোদির পাল্টা এবার আঁতাতের অভিযোগ মমতার। পুরোটাই গড়াপেটা, কটাক্ষ সিপিএমের।

 

বেসরকারিকরণের প্রতিবাদ। দেশজুড়ে ১৫ ও ১৬ মার্চ, দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক। সামিল হচ্ছে বেসরকারি ব্যাঙ্কের কর্মী সংগঠনও।

 

তুষারধসে বিধ্বস্ত উত্তরাখণ্ড (Uttarakhand), ৩২ জনের মৃতদেহ উদ্ধার। বাংলার ৫ শ্রমিক-সহ নিখোঁজ প্রায় ২০০। এখনও সুড়ঙ্গে আটকে বেশ কয়েকজন, জানালেন অমিত শাহ (Amit Shah)। উত্তরাখণ্ডের দুঃস্বপ্ন উস্কে এবার ধস নামল জম্মুতে।

 

রাজ্যসভায় গুলাম নবির বিদায়ী ভাষণ, কেঁদে ফেললেন মোদি (Narendra Modi)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram