Morning Headlines: মুকেশ অম্বানির মুম্বইয়ের বাড়ির সামনে গাড়ি ভর্তি জিলেটিন স্টিক সঙ্গে অন্য খবর
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরা। ব্যারাকপুরের সভা থেকে আক্রমণ জে পি নাড্ডার।
রাকেশ সিংহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কোকেনকাণ্ডে ধৃত বিজেপি নেত্রীর।
পুলিশের নজরে বিজেপি নেত্রী পামেলার ফোন থেকে উদ্ধার অডিও ক্লিপ। একাধিক ব্যক্তির সঙ্গে কথা, আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, খবর সূত্রের।
২৫০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। হুঙ্কার অভিষেকের। আগামী দিনে সোনার বাংলা গড়বে বিজেপি। পরিবর্তন যাত্রাকে সমর্থন মানুষের। পাল্টা জে পি নাড্ডা।
মতুয়ারা অবৈধ হলে, নরেন্দ্র মোদি অবৈধ) ঠাকুরনগরে বললেন অভিষেক।
লাগামছাড়া পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস। অভিনব প্রতিবাদ মমতার। হাজরা থেকে ফিরহাদের ই স্কুটারে সওয়ারি হয়ে গেলেন নবান্নে। ফেরার পথে চালকের আসনে।
দিল্লির নেতারা বাংলায় এলেও পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে চুপ, কটাক্ষ মমতার। ভোটের আগে নাটক, খোঁচা বিজেপির। রাজ্য সরকার সেসে আরও ছাড় দিক, দাবি কংগ্রেসের।
অগ্নিমূল্য পেট্রোপণ্য। দাম কবে কমবে জানি না। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণের গলায় ধর্মসঙ্কটের কথা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীই জানেন না কবে দাম কমবে। খোঁচা মহুয়া মৈত্রের।
বিশ্ববিদ্যালয়ে অনলাইন সেমিনারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অনুমতির বিরোধিতা। আলোচনা না করেই চাপিয়ে দেওয়ার চেষ্টা। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
শিল্পপতি মুকেশ অম্বানির মুম্বইয়ের বাড়ির সামনে গাড়ি ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার। বাজেয়াপ্ত গাড়ি থেকে উদ্ধার চিঠি। নাশকতার ছক ছিল ? তদন্তে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
নাশকতার ছক বানচাল
ওটিটি প্ল্যাটফর্মের জন্য এবার ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা। থাকবেন গ্রিভ্যান্স রিড্রেসাল অফিসার। তদন্তে ৭২ ঘণ্টার মধ্যে সাহায্য। জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।