Morning Headlines: বিজেপি ত্যাগ শোভন-বৈশাখীর, মোদির মঞ্চে শিশির? সঙ্গে অন্য খবর

Continues below advertisement

নন্দীগ্রামে (Nandigram) আহত মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কড়া পদক্ষেপ কমিশনের (Election Commission)। সাসপেন্ড মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় (Vivek Sahay)। অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক (DM), সাসপেন্ড পুলিশ সুপারও (SP)। কোনও হামলা নয়, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার পিছনে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদেরই গাফিলতি, পর্যবেক্ষকদের রিপোর্ট দেখে ধারণা নির্বাচন কমিশনের, খবর পিটিআই সূত্রে। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়ে টিকিট, পাঁচলায় প্রার্থীর নাম ঘোষণার পরই উলুবেরিয়ার বিজেপি পার্টি অফিসে তাণ্ডব। প্রার্থী ক্ষোভ তৃণমূল-বামেদের অন্দরেও। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে সিতাইয়ের (Sitai) তৃণমূল প্রার্থী। বিজেপির প্রার্থী তালিকায় ফের তারকা চমক। চণ্ডীতলায় যশ (Yash Dasgupta), বেহালা পূর্বে পায়েল (Payel Sarkar), শ্যামপুরে তনুশ্রী (Tanusree Chakraborty), সোনারপুর দক্ষিণের প্রার্থী অঞ্জনা বসু (Anjana Basu)। ডোমজুড়ে রাজীব (Rajib Banerjee), সিঙ্গুরে রবীন্দ্রনাথ (Rabindranath Bhattacharya)। এখনও যন্ত্রণা আছে কিন্তু স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব অনেক বেশি, তাই মানুষের কাছে যেতেই হবে, হাজরায় পদযাত্রা শেষে বললেন মমতা। ২৪ মার্চ ফের রাজ্যে আসছেন মোদি (Narendra Modi)। শুভেন্দু-সহ জেলার প্রার্থীদের সমর্থনে কাঁথিতে জনসভা। মোদির মঞ্চে থাকতে পারেন শিশির, দিব্যেন্দু। ছেলে বললে যাব, প্রতিক্রিয়া শিশিরের (Sisir Adhikari)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram