Morning Headlines: TMC-র 'বহিরাগত' আক্রমণের জবাবে কী বললেন শাহ? সঙ্গে অন্য খবর

Continues below advertisement

তৃণমূলের (TMC) বহিরাগত আক্রমণের জবাবের হাতিয়ার নেতাজি (Netaji) থেকে প্রণব (Pranab Mukherjee)। ভোট হবে শান্তিতে, মানুষ ভোট দেবে পছন্দের প্রার্থীকে। ভোট শুরুর একদিন আগে এবিপি আনন্দকে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নথি লোপাটের জন্যই সারদা, নারদের তদন্তে বিলম্ব, এবিপি আনন্দের (ABP Ananda) এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister)। বললেন, ক্ষমতায় এলেই দ্রুত তদন্ত। ছাড় নয় বিজেপিতে (BJP) এলেও। গুজরাতেও আছে অনিচ্ছুক কৃষক, আলোচনাতেই কাটে জমি সমস্যা, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য অমিত শাহের (Amit Shah)। ভোটের আগে ৩ জেলায় ৪ জনের মৃত্যু। বারুইপুরে তৃণমূল-আইএসএফ (TMC-ISF) সংঘর্ষ, তৃণমূল কর্মীর মৃত্যু। নদিয়ায় বিজেপি কর্মী-সহ ২ জনের মৃতদেহ উদ্ধার। আজ ১২ ঘণ্টা বনধের (Strike) ডাক। অন্ডালে বোমা ফেটে তৃণমূল কর্মীর মৃত্যু। বিজেপির প্রার্থীর ওপর হামলার অভিযোগে রণক্ষেত্র আসানসোল (Asansol)। প্রার্থীকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বাইক ভাঙচুরের অভিযোগ। পটাশপুরে আক্রান্ত বিজেপি, আহত ৬। ভোটের আগে উত্তপ্ত কাঁথি। বহিরাগত অভিযোগে লজ থেকে আটক ২। তৃণমূল-বিজেপি চাপানউতোর। ঝাড়গ্রামের রাস্তায় রাস্তায় নাকা তল্লাশি (Naka Checking)। প্রতি বুথেই থাকছে এক সেকশন বাহিনী। ভোটের আগে কমিশনের (Election Commission) কোপে আরও আইপিএস (IPS), আইএএস (IAS)। টেবিল জুড়ে নোটের বান্ডিল। ভোটের মুখে কসবার (Kasba) তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠের ভাইরাল ভিডিও নিয়ে কমিশনে সিপিএম (CPM)। আন্দোলনের চার মাস পূর্তিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার। রাজ্যে দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ফের ৫০০ পার। আরও ৪ জনের মৃত্যু।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram