Morning Headlines: ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল, ইঙ্গিত সি ভোটার-সহ বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়

Continues below advertisement

তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূলই। ইঙ্গিত সি ভোটার-সহ বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়। পেতে পারে ১৫২-১৬৪টি আসন। জোর টক্করে বিজেপি পেতে পারে ১০৯-১২১ আসন, সংযুক্ত মোর্চা ১৪-২৫ আসন।

ভোট শতাংশের নিরিখে বিজেপির থেকে সামান্য এগিয়ে তৃণমূল। ইঙ্গিত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়। জোড়াফুল পেতে পারে ৪২ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৯ শতাংশ ভোট। শক্তি হারিয়ে সংযুক্ত মোর্চা পেতে পারে ১৫ শতাংশ ভোট।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে অসম দখলে রাখতে পারে বিজেপি। ইউডিএফের জোর টক্করেও কেরলে ফিরতে পারেন এলডিএফ। তামিলনাড়ু পেতে পারে ডিএমকে-কংগ্রেস জোট। পুদুচেরি দখল করতে পারে বিজেপি। পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষায়।

বেনজির সুরক্ষা সত্ত্বেও ভোটে রণক্ষেত্র বীরভূম। ইলামবাজারে বিজেপি প্রার্থীকে লাঠি, বাঁশ নিয়ে তাড়া, গাড়ি ভাঙচুর। ইট-পাথর বৃষ্টি। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ইলামবাজারে ধুন্ধুমার। বেশ কয়েকজন আহত। কোনওরকমে বিজেপি প্রার্থীর রক্ষা। হার বুঝেই হামলা, দাবি বিজেপির। শুধুই নাটক, পাল্টা তৃণমূল। 

অশান্ত বীরভূম। ময়ূরেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর ভাই, মাথা ফাটল তৃণমূলকর্মীর। খয়রাশোলে বিজেপি কর্মীকে মার। নানুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। ময়ূরেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর এজেন্ট। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram