Morning Headlines: মেদিনীপুরে আক্রান্ত বিদেশ প্রতিমন্ত্রী, 'কেন্দ্রীয় মন্ত্রীদের প্ররোচনা', বললেন Mamata
মেদিনীপুরে আক্রান্ত বিদেশ প্রতিমন্ত্রী, চুরমার গাড়ির কাঁচ। আক্রান্ত রাহুল সিনহা (Rahul Sinha)। গ্রেফতার এক তৃণমূল (TMC) কর্মী। তিন পুলিশ অফিসারকে শোকজ। কে সুরক্ষিত বাংলায়? প্রশ্ন জাভড়েকরের। কেন্দ্রীয় মন্ত্রীদের প্ররোচনা, পাল্টা মমতা (Mamata Banerjee)। অশান্ত দিনহাটা (Dinhata)। আক্রান্ত পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)। মারধরে ভাঙল হাত, মাথা ফাটল রক্ষীর। অভিযুক্ত বিজেপি (BJP), অভিযোগ অস্বীকার। উস্কানি দেবেন না, বিজেপিকে হুঁশিয়ারি মমতার। কমিশনের (Election Commission) অধীনে আইনশৃঙ্খলা থাকাকালীন ১৬ জনের মৃত্যু। ৬ জন তৃণমূলের, ৬ জন বিজেপি কর্মীর মৃত্যু। সব দলের মৃত কর্মীদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, জানালেন মমতা। আগে শান্তি ফেরান, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। শীতলকুচি গুলিকাণ্ডে তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ সিআইডির (CID)। বয়ান রেকর্ড। মাথাভাঙা থানার আইসিকেও তলব। নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুলিশ প্রশাসনে ফের রদবদল। পশ্চিমাঞ্চলের আইজি, আলিপুরদুয়ারের এসপি, হাওড়া গ্রামীণের এসপি (SP) এবং পূর্ব বর্ধমানের এসপিকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিংয়ে। ক্লোজ করা হল ইংরেজবাজারের আইসিকে। ফের বিস্ফোরক তথাগত রায় (Tathagata Roy)। তৃণমূলের জঞ্জালদের টিকিট, এইট পাস ফিটার মিস্ত্রি নেতৃত্ব দিলে কী আশা করা যায়? পুরনো কর্মীদের না ফেরালে দল শেষ হয়ে যাবে, রাজ্য নেতৃত্বকে নিশানা। তলব দিল্লিতে। ভোটের আগে প্রতিশ্রুতি পূরণ করুন, প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি মমতার। ভোটের ফল বেরোতেই শিলিগুড়ির পুর প্রশাসক বদল। সরানো হল অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya), ভোটে হার লেও নতুন দায়িত্বে গৌতম দেব। বাংলায় একদিনে করোনা (Corona) আক্রান্ত প্রায় সাড়ে ১৮ হাজার। মৃত ১১৭। জেলায় জেলায় অক্সিজেন প্ল্যান্ট। পাঁচদিন পর দেশে ফের দৈনিক সংক্রমণ ৪ লক্ষ পার।