Morning Headlines: জল্পনা উস্কে হঠাৎ কুণাল ঘোষের বাড়িতে হাজির রাজীব বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

মুকুল রায়ের পর এবার কি তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ? জল্পনা বাড়িয়ে হঠাৎ হাজির কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়িতে। গাড়িতে তৃণমূলের (TMC) ব্যাজ। তৃণমূলে প্রত্যাবর্তনের পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে মুকুল রায় (Mukul Roy)। রাজ্য পুলিশের সঙ্গে এখনও বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। লাভপুরের পর এবার বোলপুর। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর জন্য প্রকাশ্যে বিজেপি কর্মীদের ক্ষমাপ্রার্থনা। হুগলিতে মুচলেকা দিয়ে তৃণমূলে যোগদানের পরেই খুলল বিজেপি কর্মীর দোকান। তোলা না দেওয়ায় হুগলিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। আক্রান্ত পরিবারের আরও ৪। অভিযুক্ত তৃণমূলের উপপঞ্চায়েত প্রধান। পদক্ষেপ নেবে পুলিশ, জানালেন জেলা সভাপতি। এটাই ওদের সংস্কৃতি, খোঁচা বিজেপির। সুমিতের জোগাড় করে দেওয়া পুলিশের আইডি দিয়েই দুই গ্যাংস্টারকে নিয়ে পঞ্জাব থেকে পালায় ভরত কুমার (Bharat Kumar)। চারু মার্কেটে শ্বশুরবাড়ির হদিশ। গ্যাংস্টারদের নিয়ে আসার পরেই স্ত্রী-কে ডেকে আনে ভরত কুমার। ফ্ল্যাটের ব্যবস্থা করেই চম্পট। নিউটাউনের গ্যাংস্টারের ফ্ল্যাটে কার ফিঙ্গার প্রিন্ট? ভরত কুমারের (Bharat Kumar) বলে সন্দেহ তদন্তকারীদের। মোহালি থেকে গ্রেফতার বাড়িওয়ালাকে দেওয়া পাসপোর্টে সুমিত কুমার। ফ্ল্যাটের বেডরুমেই এনকাউন্টার, খবর ফরেন্সিক সূত্রে। মালদা (Malda) সীমান্তে ধৃত চিনা সন্দেহভাজন সাইবার বিশেষজ্ঞ। চিনা সেনার একাধিক অফিসারের সঙ্গে যোগাযোগ, দাবি পুলিশের। গুরুগ্রামে ৮ কোটির হোটেলের হদিশ। উত্তরপ্রদেশে একাধিক আর্থিক প্রতারণাতেও অভিযুক্ত। রাজ্যে একদিনে করোনায় (Corona) মৃত ৮১, আক্রান্ত সাড়ে ৪ হাজারের নিচে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা। ২০২২ সালের ফেব্রুয়ারিতেই খুলতে পারে টালা ব্রিজ। ৩৬৫ কোটি খরচে তৈরি হচ্ছে ৮০০ মিটার লম্বা, ১৯ মিটার চওড়া চার লেনের সেতু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram