Morning Headlines: পুজোর আগে উচ্চ প্রাথমিক-প্রাথমিকে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

পুজোর আগেই উচ্চ প্রাথমিক, প্রাথমিকে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ। পুজোর পরেই নিয়োগ আরও সাড়ে সাত হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক-বিতর্কে আলাপনের (Alapan Bandyopadhyay) জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। ৩০ দিনের মধ্যে জবাব তলব। সন্তোষজনক উত্তর না পেলে মেজর পেনাল্টি প্রসেডিংস, বলল কর্মীবর্গমন্ত্রক। নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ হলফনামা নিতে অস্বীকার করায় সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ। আজ শুনানি। শুনানি হবে আইনমন্ত্রীর করা মামলারও। জন বার্লার (John Barla) পর এবার সৌমিত্র খাঁ (Soumitra Khan)। পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব এবার বিজেপির আরেক সাংসদ। বার্লার পরে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে আরও এক বিজেপি (BJP) বিধায়ক। উস্কানি দেওয়ার অভিযোগে কোচবিহারে পাঁচ থানায় বার্লার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। সরকারে অনাস্থার বহিঃপ্রকাশ, পাল্টা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিল্লি থেকে কলকাতা ফিরে এবার উত্তরবঙ্গে রাজ্যপাল। বাগডোগড়া পৌঁছেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে আক্রমণ। গণনার পরে লাগাতার হিংসা। কেন হল না তদন্ত? ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের। শুধু ইস্যু করার চেষ্টা, কটাক্ষ তৃণমূলের। পাহাড়ে ধনকড়কে (Jagdeep Dhankar) কালো পতাকা। রাজ্যপালও সুরক্ষিত নয়, খোঁচা দিলীপের। এবার আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন। তৃণমূলে খোদ জেলা সভাপতি। দলত্যাগ জেলা বিজেপির আরও ৮ নেতার। কালিয়াচককাণ্ডের (Kaliachak) পরতে পরতে রহস্য। আসিফের ল্যাপটপে ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন। পারদর্শী হ্যাকিংয়েও, মিলেছে সাইবার সেল অফিসারদেরও ফোন হ্যাকিংয়ের চেষ্টার প্রমাণ। ছোট থেকেই অপরাধমনস্ক আসিফ। স্কুলে পড়ার সময় দু’বার বাড়ি থেকে পালিয়ে বাবাকে ব্ল্যাকমেল করে আদায় করে ফোন, ল্যাপটপ, ক্যামেরা। অপহরণের গল্প ফেঁদে হাতিয়ে নেয় মুক্তিপণের টাকাও, খবর পুলিশ সূত্রে। বাংলা বাদে গোটা দেশে শুরু বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের গণ টিকাকরণ। প্রথম দিনেই ৮০ লক্ষকে ভ্যাকসিন, ট্যুইট অমিত শাহ (Amit Shah)। কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না, আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যের। শুধু তৃণমূল কর্মীদের ভ্যাকসিন, পাল্টা দিলীপ।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram