Mullickpur Rail Chaos: শান্ত মল্লিকপুর ষ্টেশন, দাবি মেনে যাত্রীদের ট্রেনে উঠতে দিতেই নিভল ক্ষোভের আগুন

Continues below advertisement

কয়েক ঘণ্টা পর অবশেষে কিছুটা শান্ত হল মল্লিকপুর ষ্টেশন (Mallickpur Station) চত্বর। উত্তেজিত জনতার সঙ্গে আলোচনা করেন রেলের আধিকারিকরা। আলোচনার পরে মল্লিকপুর ষ্টেশন থেকে ট্রেনে উঠতে দেওয়া হয় সাধারণ মানুষকে। যাত্রীদের নিয়ে সেই ট্রেন শিয়ালদার দিকে রওনা হয়। দাবি মেনে নেওয়ায় অবরোধ তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। এক বিক্ষোভকারী বলেন, ‘রেলের স্টাফদের জন্য লোকাল ট্রেন চললেও পার্ক সার্কাস ও মল্লিকপুরে ট্রেন দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এটাই মানুষের ক্ষোভ। আমাদের দাবি স্টাফ স্পেশাল ট্রেনেই (Staff Special Trains) আমাদের যাতায়াত করতে দেওয়া হোক। ট্রেনে উঠতে গেলে পুলিশ খারাপ ব্যবহার করছে। ট্রেনে যেতে না পারলে গরিব মানুষ কীভাবে যাতায়াত করবে?’ আক্রান্ত পুলিশকর্মীরা এখন সুস্থ আছেন বলে জানা গেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram