Narada Case Hearing: আদালতের রিলিজ অর্ডার পেলে ৪ হেভিওয়েটের বাড়ি থেকে সরবে পুলিশ-সিসিটিভি

Continues below advertisement

নারদ (Narada) মামলার বিচারপর্ব চলছে। হাইকোর্টের তরফে অভিযুক্তদের ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। এরপর বিচারপতির কাছে এই বন্ড পেশ করতে হবে অভিযুক্ত নেতা-মন্ত্রীর। বিচারপতি রিলিজ অর্ডার দেওয়ার পর গৃহবন্দি দশা কাটবে তাঁদের। আপাতত মদন মিত্র (Madan Mitra) রয়েছেন হাসপাতালে। গৃহবন্দি রয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ বাকি তিন জন। আদালতের রিলিজ অর্ডার পাওয়ার পর তাঁদের বাড়ি থেকে প্রত্যাহার করা হবে পুলিশ, সিসিটিভি। হাইকোর্টের ওয়েবসাইটে এখনও পর্যন্ত অন্তর্বর্তী জামিনের নির্দেশের তথ্য দেওয়া হয়নি। ফলে নির্দেশের কপি এসে পৌঁছায়নি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram