Narada Scam Probe : 'এঁরা কি অসহযোগিতা করেছেন? করোনাকালে শুধু শুধু জেলে রাখা হচ্ছে কেন?’, CBI কৌঁসুলিকে প্রশ্ন বিচারপতির

Continues below advertisement

হাইকোর্টে শুরু নারদ-মামলার শুনানি। ৪ হেভিওয়েটের জামিন-স্থগিতাদেশ পুনর্বিবেচনা আর্জির শুনানি শুরু। ‘জামিন হবে কি হবে না আমরা কেন সিদ্ধান্ত নেব?’ শুধুমাত্র মানুষের চাপের অভিযোগ ছিল বলে স্থগিতাদেশ দিয়েছি’ বললেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।  ‘দেশের ইতিহাসে এরকম হয়নি’, সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতার। ‘চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে। এই ৪ জনকে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে’। এঁরা অসহযোগিতা করেছেন এমন কোনও উদাহরণ আছে? এই করোনাকালে এঁদের শুধুশুধু জেলে রাখার প্রয়োজন আছে কি?’ তুষার মেহতার উদ্দেশে প্রশ্ন বিচারপতির। 'অভিযুক্তরা জেলে নেই, তাঁরা হাসপাতালে আছেন’ সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহেতার। ‘এই আদালত সিবিআইকে নিয়োগ করেছিল, তাঁদেরকেই কাজ করতে বাধা দেওয়া হচ্ছে যাতে ন্যায্য বিচার না হয় তার চেষ্টা করা হচ্ছে', বলেন তুষার মেহতা। ‘অভিযুক্তদের না জানিয়ে আদালতে মামলা হচ্ছে। তখন তাঁদের ন্যায় বিচারের কথা মনে ছিল না?’ সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram