Nusrat Marriage Contro: নুসরত বলছেন আইনমতে বিয়ে হয়নি, লোকসভার সাইট বলছে তিনি 'বিবাহিত'

Continues below advertisement

লোকসভার ওয়েবসাইট দেখাচ্ছে তিনি বিবাহিত। স্বামীর নাম নিখিল জৈন (Nikhil Jain)। বিয়ের তারিখ ২০১৯-এর ১৯ জুন। ২০১৯-এর জুনে নুসরত জাহানের (Nusrat Jahan) ফেসবুক ওয়াল জুড়ে তুরস্কে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ছবি। কয়েকদিন পরে কলকাতায় রিসেপশনে বসেছিল চাঁদের হাট। সেবছরই প্রথমবার লোকসভায় নির্বাচিত হন তিনি। সাংসদ হিসেবে শপথ নেন শাঁখা-সিঁদুর পরে একেবারে বাঙালি বধূর সাজে। দু'বছর পর সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই অভিনেত্রী-সাংসদ বিবৃতি দিয়ে দাবি করলেন, আইনের চোখে এটা বিয়ে নয়। লিভ ইন সম্পর্ক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram